• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রাম সদরের সোনালী ব্যাংক শাখার কর্মকর্তার মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রাম সদরের সোনালি ব্যাংক শাখার এক কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন(৩৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।গতকাল শনিবার(২২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এক স্বজন ফনি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পলাশ চন্দ্র বর্মন সোনালী ব্যাংকের কুড়িগ্রাম সদর শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন এবং তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নওদাবাস এলাকায়।

তার পরিবারের এক সদস্য মৃদুল রায় জানান, বিভিন্ন কারণে পলাশ দীর্ঘদিন থেকে মানসিক চাপে ভুগছিলেন। তবে এর আগে তার হার্টের সমস্যা ছিলোনা। কিভাবে কি হয়ে গেলো আমরা বুঝতে পারলাম না।

আজ রাতেই নিহতের মরদেহ কুড়িগ্রাম থেকে নিজ বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নওদাবাসে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –