• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

রংপুরে মাদক বিরোধী অভিযানে মাদক চোরাকারবারি গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আশিকুজ্জামান আশিক(২২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ১কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আশিকুজ্জামান আশিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে নগরীর তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ কমিউনিটি চক্ষু হাসপাতালের পাশ থেকে তাকে আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ কমিউনিটি চক্ষু হাসপাতালের পাশে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশিকুজ্জামান আশিককে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন,মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –