• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুরে মাদক বিরোধী অভিযানে মাদক চোরাকারবারি গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আশিকুজ্জামান আশিক(২২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার সাথে থাকা ১কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আশিকুজ্জামান আশিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে নগরীর তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ কমিউনিটি চক্ষু হাসপাতালের পাশ থেকে তাকে আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, তাজহাট থানাধীন মর্ডান মোড়স্থ কমিউনিটি চক্ষু হাসপাতালের পাশে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশিকুজ্জামান আশিককে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন,মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –