• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বাংলাবান্ধায় ভারতীয় নাগরিকের করোনা শনাক্ত, ফিরে গেলেন নিজ দেশে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আসা মনিষা (৩৭) নামে এক ভারতীয় নারী নাগরিকের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ ঘটনায় অবস্থার বেগ দেখে স্বেচ্ছায় ফিরে গেছেন নিজ দেশে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়া মনিষা নামে ওই নারী ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইন অতিক্রম করে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রবেশ করেন ওই নারী। এসময় ইমিগ্রেশন চেকপোস্টে তার এন্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। এর পর বিষয়টি তাকে অবহিত করলে তিনি স্বেচ্ছায় নিজ দেশ ভারতে ফিরে যেতে ইচ্ছা পোষণ করেন। পরে তাকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –