• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়লো ৫০টিরও বেশি বসত ঘর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৫০টিরও বেশি বসত ঘর পুড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১০ থেকে ১২টি পরিবার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি পরিমাণও জানা যায়নি। 

বুধবার রাত ১১টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। 

তবে এক ক্ষতিগ্রস্ত বলছেন,বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

স্থানীয়রা জানান, আগুনে যাদের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পরিবারগুলোর প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। 

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাতের মোহম্মদ সামসুজ্জামান বলেন, আজ রাতেই ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো এতক্ষণে বিতরণও হয়েছে। এছাড়া আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –