• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুর সীমান্তে যুবকের লাশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালীর দাইনুর সীমান্তে লোকমান হাসান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে সীমান্তের বরেন্দ্র পাম্পের কুয়ার মধ্যে এই যুবকের মরদেহ আবিষ্কার করে এলাকাবাসী।

নিহত লোকমান হাসান দাইনুর গ্রামর মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার রাতে গরুর বাছুর খুঁজতে গিয়ে লোকমান নিখোঁজ হন।

বিজিবি ও এলাকাবাসী জানায়, হারিয়ে যাওয়া গরুর বাছুর খুঁজতে লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়ি ফেরেননি। স্থানীয়রা খোঁজাখুঁজির পর বুধবার সকালে সীমান্তের পাশের বাংলাদেশ অংশ বরেন্দ্র পানির পাম্পের কুয়ার পানিতে লোকমানের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়। বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকমান হাসানের লাশ উদ্ধার করা হয়।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ জানান, একজন যুবকর মরদেহ কুয়ার পানিত পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজত গিয়ে নিখাঁজ হন বলে তিনি জানতে পেরেছেন।

এদিকে দিনাজপুর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দাইনুর সীমানতে লাশ উদ্ধারর বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, বিষয়টি বিএসএফ সদস্যদের জানানো হয়েছে। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি সীমান্ত সংক্রান্ত নয়। এটি একটি অপমত্যু।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –