• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুর মহানগরীতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

রংপুর মহানগরীতে একের পর এক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করে আসছেন রংপুর সিটি কর্পোরেশন।এর অংশ হিসাবে ২৩নং ওয়ার্ডে মান্নান স্বরণী রোডের ন্যামফলক স্থাপন এবং ডিপিবি’র অর্থায়নে ৩৯৫ মিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ এবং ৩২নং ওয়ার্ডের মিলনপাড়ায় ৩২০মিটার কাচাঁ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার (৮ জানুয়ারি) দুপুরে এসব কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

কাজগুলি সমাপ্ত হলে নগরীর কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা সহ যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম দেওয়ানী, মহিলা কাউন্সিলর মোছা. হাছনা বানু, ডা. মফিজুল ইসলাম মান্টু, মতিয়ার রহমান মিঠু ওও জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২৩নং ওয়ার্ড সভাপতি মাহাবুব হাসান সোহেল প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –