• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে ৫ জঙ্গির তিন দিনের রিমান্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

নীলফামারীর সোনারায় ইউনিয়নের মাঝাপাড়ায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ৫ জঙ্গিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ তাদের ৫ দিনের করে রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া পলাতক শরিফসহ ৬ জঙ্গিকে আসামি করে মামলা করেছে র‍্যাব। রোববার সকালে র‍্যাবের পক্ষে সন্ত্রাসবিরোধী আইনে নীলফামারী সদর থানায় মামলাটি করেন র‍্যাব-১৩-এর রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের।

মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, বিকেলে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড প্রদানের আদেশ দেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেন র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে পাঁচ জঙ্গিকে আটকের কথা জানায় র‍্যাব।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –