• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বাবু জয়মনিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের মোহাম্মদ হাতেম আলীর দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ইসমাইল হোসেন ও জুয়েল হোসেন দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতে নামে। জুয়েল হোসেন পুকুরে থাকে। ইসমাইল হোসেন পুকুর থেকে উঠতে গিয়ে পা পিছলে পানি উত্তোলনের জন্য সেচ পাম্পের ওপর পড়ে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ইসমাইল হোসেনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –