• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মিঠাপুকুরে অবৈধ মজুদ করে সারের সংকট তৈরী করায় জরিমানা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে মজুদ করে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে মাজফুজার রহমান নামে এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (০৪ ডিসেম্বর) বিকালে উপজেলার শঠিবাড়ি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শঠিবাড়ি বাজারে একটি টিনের দোকানে অবৈধভাবে সার মজুদ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।

পরে অনুমোদনহীনভাবে সার বিক্রয় ও গুদামজাত করার অভিযোগে দোকানের মালিক মাহফুজার রহমানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –