• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে।

আজ (১৮ অক্টোবর) সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজেেন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ সভাকক্ষে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস' অদম্য আত্ববিশ্বাস প্রতিপাদ্য বিষয়ে কেক কাটা, আলোচনা সভা ও  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিকেল ৩টায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –