• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভুরুঙ্গামারীতে বিষপানে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক স্কুলশিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুরুন্নেছা বেগম ওরফে শিল্পী উপজেলার মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাদের ঘরে দুটি মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইঁদুর মারার বিষ পান করেন শিক্ষিকা শিল্পী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বিষয়ে বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সঙ্গে ওই স্কুলশিক্ষিকার ঝগড়া হয়। পরে তিনি অভিমান করে ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেন।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, স্কুলশিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –