• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

নাটোর থেকে উদ্ধার হয়েছে নীলফামারী থেকে নিখোঁজ ২ মাদরাসা ছাত্র   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

নীলফামারীতে নিখোঁজ মারুফ (১৩) ও নুর আলম (১৩) নামের দুই মাদরাসা ছাত্রকে নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে নাটোর থেকে নীলফামারীতে ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

উদ্ধারকৃত দুই শিক্ষার্থী মাদরাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদরাসায় কোরআন শিক্ষা গ্রহণ করতো। 

তারা মাদরাসায় বাইসাইকেল রেখে ট্রেনে করে নাটোর যায় এবং সেখানে একটি হোটেলে কর্মচারীর কাজ শুরু করেছিল বলে জানায় উদ্ধার হওয়া দুই মাদরাসা ছাত্র। 

বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদরাসার পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বাচ্চাদের খুব আন্তরিকভাবে শিক্ষা দেই। তারপরেও কেন তারা পালিয়ে গেল, তা বুঝতে পারছি না।

উল্লেখ, গত ৯ অক্টোবর বিকেলে মাদরাসা থেকে নিখোঁজ হয় মারুফ ও নুর আলম। এ নিয়ে থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –