• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিরিরবন্দরে আগাম জাতের শিম চাষ করা হয়েছে 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আগাম জাতের শিম চাষ করা হয়েছে।

উপজেলার নশরতপুর ইয়াতিমখানা এলাকার কৃষক ফিরোজ শাহ জানান, এ বছর তিনি প্রায় ৬০ শতক জমিতে আগাম জাতের শিম চাষ করেছেন। এতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। গত এক সপ্তাহ ধরে তিনি শিম সংগ্রহ করছেন। বাজারে প্রতি কেজি শিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আশা করছি প্রায় দেড় লাখ টাকার শিম বিক্রি হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জহরা খাতুন জানান, এ উপজেলার অধিকাংশ মাটি এঁটেল দোআঁশ মাটি। যা সবজি চাষের জন্য উপযোগী। তাই চিরিরবন্দরে অধিক হারে নানা ধরনের সবজি চাষ হয়ে থাকে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –