• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পলাশবাড়ীতে কোটি টাকা মূল্যের ৬টি তক্ষকসহ চারজনকে আটক করেছে র‌্যাব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কোটি টাকা মূল্যের ৬টি তক্ষকসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী গ্রামে অভিযান পরিচালন করে। এসময় বিরল প্রজাতির প্রাণী ৬টি তক্ষক উদ্ধার করা হয়। এসবের দাম প্রায় এক কোটি ২০ লাখ টাকা। একই সঙ্গে গাইবান্ধার বাসিন্দা শাহজাহান মিয়া (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –