• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাছের ডাল কাটার দ্বন্দ্বে অটোচালককে কুপিয়ে হত্যা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

কুড়িগ্রামের রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন তিন-চারজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেনের গাছের ডালের ছায়া পড়ে বক্তার হোসেনের ছেলে মধু মিয়ার জমিতে। এ কারণে মধু মিয়া ওই গাছের ডাল কাটতে যান। এসময় আমজাদ হোসেন বাধা দিলে মধু তার ওপর চড়াও হন। বাগবিতণ্ডার একপর্যায় হাতে থাকা দায় দিয়ে আমজাদ হোসেনকে আঘাত করেন মধু। পরে স্বজনরা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –