• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লাভজনক হওয়ায় সৈয়দপুরে কৃষকরা কলা চাষে ঝুঁকছেন 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ লাভজনক হওয়ায় সৈয়দপুরে কৃষকরা এ চাষে ঝুঁকছেন। ফলে প্রতি বছরই কলা চাষের জমির পরিমাণ বাড়ছে।

জানা যায়, উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে কলার চাষ করা হচ্ছে। এসব জমিতে মেহের সাগর, নেপালি সাগর, চিনি চম্পা প্রভৃতি জাতের কলা চাষ হচ্ছে।

কৃষক আব্দুল কাদের, সাফায়েত আলী জানান, চারা রোপণের ৯-১১ মাসের মধ্যে কলা বিক্রির উপযোগী হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, কৃষকরা কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –