• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হরিপুরে নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঠালডাঙ্গী এলাকার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)।

পারিবারিক সূত্রে জানা, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকা মাজেদা ও রুবিনা গনুর ঘাস কাটার জন্য ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীর পার হয়ে ওপারে যাচ্ছিলেন। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ সময় ডুবে যান মাজেদা ও রুবিনা। কিছুক্ষণ পরে নদীতে মাজেদার লাশ কয়েকজন মানুষ দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূর থেকে রুবিনার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব পানিতে ডুবে দুজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –