• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে বøকবাটিকের বিভিন্ন প্রকারের উপকরণ সমাগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার গোবিন্দনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস প্রমুখ। এ সময় ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী তুলে দেন অতিথিরা।

উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, জনপ্রতি ২ হাজার ৯শ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারী ও পাতলা সাইজের মোট ৪ প্রকারের ১৩ টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ অন্যান্য উপকরণ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –