• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রামে শোকসভা   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শোক সভায় সভাপত্বি করেন সহসভাপতি চাষী করিম।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহসভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন ও শেখ বাবুল, ওবাইদুর রহমান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, কৃষক লীগ নেতা ওমর ফারুক, যুবলীগ নেতা এডভোকেট রুহুল আমিন দুলাল, যুবলীগ নেত্রী ফারহানা ইয়াসমিন মিমি, জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

বক্তারা গ্রেনেড হামলায় নিহত নেতা আইভী রহমানসহ বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়। একই সাথে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –