• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭ জনে। এ সময় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।

এর মধ্যে জেলার সদর উপজেলায় আটজন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বীরগঞ্জে দুই, পার্বতীপুরে তিন ও চিরিরবন্দরে একজন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৯৭ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩২ জন।

শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৮৮ জন। এ সময় উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩৯ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৪ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন আটজন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –