• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা: রংপুর বিভাগে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৫

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭৫ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৯৫৫ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (২ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের দুইজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুইজন, নীলফামারীর ও লালমনিরহাটে একজন করে, পঞ্চগড়ের দুইজন, গাইবান্ধার তিনজন রয়েছেন।

আর এ সময়ে বিভাগে ১ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে রংপুরে ১৫৪ জন, পঞ্চগড়ে ৪৮ জন, নীলফামারীতে ৬১ জন, লালমনিরহাটে ২৫ জন, কুড়িগ্রামে ৭৯ জন, ঠাকুরগায়ে ৬৭ জন, দিনাজপুরে ৯৭ জন এবং গাইবান্ধায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরে ২৬৮ জন, রংপুরে ২০০ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৬, নীলফামারীতে ৬৬, পঞ্চগড়ে ৫৭, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৩ ও গাইবান্ধায় ৪৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৫ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪২৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১০ জন, রংপুরে ১০ হাজার ১১৫ জন, পঞ্চগড়ে ২ হাজার ৮০৪ জন, নীলফামারীতে ৩ হাজার ৬৭৮ জন, লালমনিরহাটে ২ হাজার ২৭৮ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৬৪১ জন, ঠাকুরগায়ে ৬ হাজার ২০৬ জন এবং গাইবান্ধায় ৩ হাজার ৮৯৫ জন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৮ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –