• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লকডাউন অমান্য করায় মামলা ও জরিমানা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

কুড়িগ্রামে লকডাউন বাস্তবায়নে প্রতিদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পথচারিদের মাস্ক বিতরণসহ মামলা দেয়া ও জরিমানা অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সর্বত্র প্রচুর লোকসমাগম। শহরের কলেজ মোড় এলাকায় ২০ থেকে ২৫ জন মানুষ একসাথে জটলা পাকাচ্ছেন। স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দুরত্ব না মেনে গাদাগাদি করে চলছেন। এছাড়াও পৌরবাজার ফলপট্টি, এলজিইডি বস্তি মোড়, গোডাউন গেট, শাপলা চত্বর, সিংহ মোড়, কালিবাড়ী, খলিলগঞ্জবাজার, খেজুরের তল, রেলওয়ে স্টেশন, ত্রিমোহণী বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে ২০ থেকে ৪০ জনের বহর এক সাথে পরিলক্ষিত হয়। অকারণে বাইরে জটলা পাকাচ্ছেন অনেকেই।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম ৭১টি মামলা দায়ের করেন এবং বিভিন্ন কারনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, কুড়িগ্রামে নতুন করে আরো ২ জন করোনায় মৃত্যু বরণ করেছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪২ জনে। গত দুই সপ্তাহে মৃত্যুবরণ করেছে ১৫ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০১ জন কোভিডে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –