• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কুড়িগ্রামে জরিমানা অব্যাহত 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ৪টি টিম জরিমানা ও মামলা দায়ের অব্যাহত রেখেছেন।

সোমবার সকালে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে অযথা বাইরে বের হওয়া, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন, দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করা ও মাস্কবিহীন চলাচলের কারণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গত ২৪ ঘণ্টায় ৫৬টি মামলা দায়ের করেন।

এছাড়া বিভিন্ন অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান,আইনের ব্যত্যয় কেউ যাতে না ঘটায় সে জন্য এ অভিযান চলমান থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –