• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাসায় ছাত্রলীগের উপহার 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

পটুয়াখালীতে করোনা মহামারিতে ও লকডাউনে টিউশনি বা পার্টটাইম জব চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।

পটুয়াখালী থেকে যেসব শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন করেছিলেন, তাদের কাছে গোপনে এসব উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রলীগ নেতা হৃদয় আশিষ গত বুধবার দিনভর এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।

ছাত্রলীগ নেতা হৃদয় আশিষ জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতারা ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষার্থীর কাছে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উপহারসামগ্রী পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা জীবনে ভোলার মতো নয়। আজীবন হৃদয়ে ধারণ করার মতো একটি ঘটনা।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘লকডাউন আবার শুরু হওয়ায় গ্রামের বাড়ি যেতে পারব না। এই সময়ে কেন্দ্রীয় সভাপতি আর সাধারণ সম্পাদকের এই উপহার পেয়ে সত্যিই অনেক আনন্দিত।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –