• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক সেবন, বহন ও বিক্রির অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম থেকে জানানো হয়, থানা-পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা বিভোগের (ডিবি) সদস্যরা এ অভিযানে অংশ নেয়। আটক ৪৩ জনের কাছ থেকে ৬২২ টি ইয়াবা, ৬৫১ গ্রাম ২৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ২০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এসব ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩১টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –