• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল বিএনপির একাংশের 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ধানের শীষ প্রার্থী এসএম জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ। তাকে সন্ত্রাসী আখ্যায়িত করে দল থেকে বহিষ্কারের দাবিও করে মিছিলকারীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্পের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলকারীরা জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ও সন্ত্রাসী আখ্যায়িত করে তার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। মশাল মিছিলে জনগণ ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বিএনপি ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন দেওয়ান, মতিউর রহমান, আমজাদ হোসেন ও আবদুল কাদেরের নেতৃত্বে অন্তত তিন শতাধিক কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। এর আগেও এই অংশের নেতারা জাহাঙ্গীরের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু নিয়ে মিছিল করেন।

জানতে চাইলে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর বলেন, মনোনয়ন অনেকেই চেয়েছিলেন। তবে এখন আমরা সবাই মিলে একসঙ্গে নির্বাচনে দলের জন্য কাজ করছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –