• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন রাঙামাটির ২০ সাংবাদিক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন রাঙামাটির ২০ সাংবাদিক। প্রত্যেক  সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা দেওয়া হয়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় রোববার (৯ আগস্ট) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাকে সাংবাদিকদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।  

রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসিন কাজী, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

বক্তারা বলেন, সাংবাদিকদের কথা ভেবে যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই দুর্যোগের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা গণমাধ্যম কর্মীদের জন্য একটা স্বীকৃতি। এটা কোনো সহায়তা নয়, প্রধানমন্ত্রীর উপহার।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –