• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল বান্দরবানের ৪৬২১ পরিবার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

বান্দরবানে পৌর এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় নয়টি ওয়ার্ডে এ ঈদ উপহার বিতরণ করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, আবুল খায়ের আবু, উজলা তঞ্চঙ্গ্যা, থুইসিং প্রু লুবু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ কুমার দে'সহ বিভিন্ন অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায় এবং আসন্ন ঈদ উপহার হিসেবে আমরা বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৪ হাজার ৬২১ জন গরিব ও অসহায় দিনমজুর পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছি। 

এসময় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জনগণকে আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –