• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফেনীতে বিজিবির সহায়তায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২০  

ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন।

গতকাল বুধবার (৬ মে) দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে রাজষপুর ক্যাম্প সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যদ্রব্য বিতরণ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান।


অধিনায়ক জানান, খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বিজিবি সরাইল রিজিয়ন হতে বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়নে ১৭টি ক্যাম্প এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বুধবার রাজষপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় ৩৫ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শারীরিক দুরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের কাছে খাদ্য হস্তান্তর করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –