• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনার নমুনা সংগ্রহের সরিষাবাড়ীতে বুথ স্থাপন   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

সরিষাবাড়ীতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্স চত্বরে বুথটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গাজী মোহাম্মদ রফিকুল হক প্রমুখ।

আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী বলেন, এর মাধ্যমে প্রত্যেক চিকিৎসক ও নার্সদের সুরক্ষা দেওয়া যাবে। করোনা বা উপসর্গে আক্রান্ত ব্যক্তি এখানে নমুনা দিতে পারবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –