• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসকের মৃত্যু 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন ব্রেকিংনিউজকে জানান, ডা. মইন সিলেট মেডিকেলের একজন ডাক্তার ছিলেন।

তিনি জানান, গতকাল রাতে ওনার শারীরিক কন্ডিশন অনেকটাই ভালো হয়েছিল। কিন্তু আজ সকালে খুব দ্রুত অবনতি ঘটে। এরপর সকাল ৮টার দিকে তিনি মারা যান।

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –