• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার-১ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব ৬ মিডিয়া অফিসার এএসপি মাহাবুব আলম জানান, তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে তাকে মুজগুন্নী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। সাদী মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –