• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৯৯৯ নাম্বারে ফোন করে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল একটি পরিবার  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিয়ে বসত ঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছে নোয়াখালীর সুধারামের মন্নান নগরের চর উরিয়া গ্রামের একটি পরিবার।


জানা যায়, স্থানীয় জাকিরের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় স্বপন নামে এক বখাটে যুবক ঐ পরিবারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সহিদ ও বিবি রহিমার বসত বাড়িতে হামলা ভাঙচুর করে। এ সময়ে তাদের হামলায় বিবি রহিমা (২৫), মনসুরা খাতুন (৬০), পপি আক্তারসহ ৪ জন আহত হয়।   

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নবীর হোসেন নির্দেশে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে জানালে (এসআই) প্রিয়তোষের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করে নিয়ে আসে । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –