মহামারিতেও পুরোদমে চলছে মেট্রোরেলের কাজ

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের মধ্যেও পুরোদমে চলছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের কাজ। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।
সরেজমিনে মিরপুর-১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, করোনার মধ্যেও ব্যাপক কর্মতৎপরতা চলছে। স্টেশনগুলোর কাজও চলছে দ্রুতগতিতে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, জানুয়ারি পর্যন্ত উত্তরা-মতিঝিল পুরো এমআরটি লাইন-৬ এর অগ্রগতি হয়েছে ৫৬ দশমিক ৯৪ শতাংশ। সর্বশেষ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত অংশের হাউজহোল্ড সার্ভে এবং সোশ্যালও স্টাডি শেষ হয়েছে।
ডিএমটিসিএল -এর ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিকী জানিয়েছেন, এটি এমন একটি প্রকল্প যেটির মেয়াদ ও ব্যয় বাড়াতে হচ্ছে না। এখনও সঠিক পথেই চলছে প্রকল্পটি।
এদিকে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেলের ডিপোতে প্রায় ২০০ বিঘা জমিতে তৈরি হচ্ছে ৫২টি স্থাপনা। এর মধ্যে এক তৃতীয়াংশ স্থাপনার কাজ শেষ হয়েছে। বাকিগুলো কাজও ৮০ ভাগ শেষ। এছাড়া ট্রেন পরিচালনার জন্য ১৫’শ ভোল্টের বিদ্যুৎ রিসিভিং স্টেশন তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন। এখানে ট্রেনগুলো চলাচলের পর প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর ত্রুটিমুক্ত করেই ফের চলবে লাইনের ওপর। এই ওয়ার্ক স্টেশনে একসঙ্গে ২৪টি ট্রেন মেইনটেনেন্সের ব্যবস্থা থাকবে।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পিয়ারের ওপর সর্বশেষ ভায়াডাক্ট স্থাপনও শেষ হয়েছে। ভায়াডাক্টের ওপর রেললাইন বসানোর কাজও প্রায় শেষের দিকে।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পে মোট ১৭টি স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে উত্তরা সেন্টার, বিজয় সরণি ও মতিঝিল স্টেশন হবে আইকনিক স্টেশন। বাকিগুলো সাধারণ স্টেশন। জাপানের সহযোগিতায় বাস্তবায়নাধীন দেশের প্রথম মেট্রোরেলের এই রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে থাকবে ছয়টি করে বগি।
জানা গেছে, টিকিট কাউন্টার, বিশ্রামাগার, খাবারের স্বয়ংক্রিয় দোকান, নামাজের জায়গা, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, অপারেশন ও মেইনটেনেন্স রুম, বিনা-টিকিটে বা টিকিটের অতিরিক্ত গেলে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং ব্যবস্থা, ফায়ার ফাইটিং ব্যবস্থা, উপরে ওঠার সিঁড়ি, এসকেলেটর (চলন্ত সিঁড়ি), লিফটসহ নানা আয়োজন থাকছে স্টেশনগুলোতে। প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে ৪৫ সেকেন্ড।
ট্রেনের এক একটি বগিতে ৫৪ জনের বসার ব্যবস্থা রয়েছে। পিক সময়ে (অফিস যাওয়া ও আসার সময়) বসে এবং দাঁড়িয়ে মিলে মোট ২ হাজার ৩০৮ জন যেতে পারবেন এক-একটি ট্রেনে। স্বাভাবিক সময়ে এক হাজার ৭৩৮ জন যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেনে নারীদের জন্য থাকবে একটি করে বিশেষ বগি। এছাড়া প্রতিবন্ধীদের জন্য থাকবে প্রতিটি বগির দরজার পাশে হুইল চেয়ার আটকানোর ব্যবস্থাও।
এদিকে মেট্রোরেলের ছয়টি বগির একটি চালান মোংলা বন্দরে পৌঁছেছে। গত ৩১ মার্চ মোংলা বন্দরের ৭ নম্বর ইয়ার্ড থেকে আমদানিকৃত বগিগুলো খালাস করা হয়। জাপানের কাওয়াসাকী হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড তৈরি মেট্রোরেলের বগিগুলো ডিএমটিসিএল -এর কন্ট্রাক্ট প্যাকেজ-৮ এর আওতায় আমদানি করা হয়েছে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরো ১৩৮টি বগি মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহন করা হবে।
ডিএমটিসিএল -এর কন্ট্রাক্ট প্যাকেজ-৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, মেট্রোরেলের লাইন-৬ কন্ট্রাক্ট প্যাকেজ-৮ আওতায় এর জন্য ২৪টি যাত্রীবাহী রেল কোচ আমদানি করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আবহাওয়া ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এখন থেকে প্রতিমাসে একটি করে কোচের জন্য ছয়টি বগি মোংলা বন্দরে পৌঁছাবে।
তিনি বলেন, মোংলা বন্দরে প্রথম চালানে আসা ছয়টি বগি খালাস শেষে নদী পথে ঢাকার তুরাগ নদীর তীরে অবস্থিত আমাদের নিজস্ব জেটিতে নেয়া হয়। সেখান থেকে উত্তরায় আমাদের প্রকল্পের নির্ধারিত স্থানে নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, গেল কয়েক বছরে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বেড়েছে। আপনারা দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে। আশা করি, ভবিষ্যতে সরকার মোংলা বন্দরের মাধ্যমে গুরুত্বপূর্ণ মালামাল আনয়ন করবে।
উল্লেখ্য, ২০১২ সালের জুলাই থেকে মেট্রোরেল প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ শুরু হয়। শেষ হওয়ার কথা ২০২৪ সালের জুনের মধ্যে। শুরু থেকে জানুয়ারি পর্যন্ত প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে ১২ হাজার ৩৯৩ কোটি ৬৯ লাখ টাকা।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব ২০ দশমিক ১০ কিলোমিটার। প্রতিদিন ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। সময় লাগবে ৩৫ মিনিট। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব ৮ দশমিক ১২ কিলোমিটার।
– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –- দুষ্কৃতকারীদের গ্রেফতার করছে সরকার: তথ্যমন্ত্রী
- বাংলাদেশে করোনা টিকা উৎপাদন করতে চায় রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী
- কৃষকের ধান কাটতে নীলফামারী থেকে শ্রমিক প্রেরণ শুরু
- করোনা দ্বিতীয় ঢেউয়ে আদিতমারীতে প্রথম মৃত্যু
- কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল ৩ মাসের শিশু
- বদরগঞ্জে গরুবাহী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত
- শহরাঞ্চলের প্রতি ওয়ার্ডে নমুনা সংগ্রহের বুথ স্থাপনের সুপারিশ
- করোনাকালীন সময়ে বাজেটের অর্থছাড়ে উদার হচ্ছে সরকার
- ধান কাটায় কৃষকদের সাহায্য করতে কর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ
- ঠাকুরগাঁওয়ের সেই রিকশাচালকের সন্তানের অস্ত্রোপচার
- বিএনপির গণতন্ত্র ওরস্যালাইনের মতো: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে চাহিদা বেড়েছে কাড়ি ও খড়ের
- হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই: নানক
- দিনাজপুরে টমেটোর বাম্পার ফলন
- করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক গণপণ্য ঘোষণা করা উচিত: প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় রোজাদারদের হাতে ইফতারি পৌঁছে দিচ্ছে একদল তরুণ-তরুণী
- জামায়াত-বিএনপি-হেফাজত মুদ্রার এপিঠ-ওপিঠ: নাছিম
- ঠাকুরগাঁওয়ে লিচু গাছে ধরা সেই আম ছিঁড়ে নিয়ে পালালেন দুই তরুণ
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯১ জনের মৃত্যু
- লকডাউনের সময় প্রবাসীদের দেশে না আসার অনুরোধ
- `কঠোর লকডাউন` আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন
- ধোনির কি এবার আইপিএল থেকেও অবসর নেওয়া উচিত?
- সিঙ্গাপুরে ফারুকের অবস্থার কিছুটা উন্নতি
- কোরআন চর্চার বিশেষ ফজিলত
- সিরিয়ায় বিমান হামলায় ২০০ `জঙ্গি` নিহত, দাবি রুশ সেনার
- গাইবান্ধায় অপহরণের তিনদিন পর স্কুলছাত্রী উদ্ধার
- পঞ্চগড়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে ভারত ফেরত ৪ জন
- ডোমারে ঝুপড়ির আগুনে পুড়ে ভিক্ষুকের মৃত্যু
- স্বাস্থ্যবিধি মানাতে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
- ঠাকুরগাঁওয়ে লিচুগাছে আম!
- জনসমাগম যেন না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার অনুরোধ
- শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- দেড় লাখে শব্দ-ধোয়াবিহীন গাড়ি
- বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২১- টানা জয় বাংলাদেশের
- বিএনপির নেতৃত্বে তারেকের চেয়ে যোগ্য জোবায়দা
- করোনায় সচেতনতা বাড়াতে মাঠে নেমে পড়েছে রংপুর জেলা প্রশাসন
- ভলিবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপি
- ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী অপরিহার্য’
- করোনা: রংপুর বিভাগের দুই জেলাসহ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ২৯ জেলা
- সৈয়দপুরে দিনে গরম রাতে কুয়াশা
- দারিদ্র্য মোচনের সবচেয়ে বড় হাতিয়ার কৃষি: কৃষিমন্ত্রী
- সৈয়দপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
- গাইবান্ধায় স্বামী-শাশুড়ির আগুনে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু
- স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- পৌরসভার দুই প্রকৌশলীর অপসারণ চাইলেন মেয়র
- করোনা: আরো বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু
- উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্টার্টআপ ফান্ড
- হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না- মুক্তিযুদ্ধমন্ত্রী
- বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানালেন মোদি