• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ভূরুঙ্গামারীতে ৬ জনের করোনা জয়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২০  

ভূরুঙ্গামারীতে ৭ জনের মধ্যে ৬ জন করোনাভাইরাস জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আক্রান্ত সাত জনের মধ্যে ৬ জনের দ্বিতীয় ও তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় মোট ২০৪ চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬৮ জনের ফলাফল পাওয়া গেছে। যাতে সাত জনের নমুনা পজিটিভ এসেছে। করোনা শনাক্ত হওয়া সাত জনের মধ্যে ৬ জনে দ্বিতীয় ও তৃতীয় নমুনার ফলাফল নেগেটিভ হওয়ায় তাদেরকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের এক জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে ও বাকি ৫ জন তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। যার মধ্যে ১০ বছরের একজন শিশুও ছিল। তাদের কারো  শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না বলে জানা গেছে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, উপজেলায় শনাক্ত হওয়া মোট ৭ জনের মধ্যে ৬ জন সুস্থ। একজন নিজ বাড়িতে আইসোলেশনে ভালো আছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –